ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে শুরু হলো ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎস। অাগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত টিএসসি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটক। উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
‘বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উৎসবে স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৮টি নাটক মঞ্চস্থ হবে বলে জানান বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা।
তিনি বলেন, ‘আমাদের সামষ্টিক জীবনে দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হবে এ উৎসবে’। ঢাবি কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব এবার আঠারো বছর পূর্ণ করছে এবং বিভাগেরও তিন দশক পূর্তি হচ্ছে বলেও জানান চেয়ারপার্সন।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বাংলাদেশের সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হবে ইসলাম উদ্দিন পালাকারকে। এসময় পালাকার ‘কমলা রানীর সাগর দীঘি’ পরিবেশন করেন।
উৎসবের তৃতীয় দিনে থাকছে চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ রাহাতুল ইসলামের নির্দেশিত নাটক ‘হুয়েগো দে দামাস’। কিউবান নাট্যকার হুলিয়ো মাতাসের এই নাটকটি অনুবাদ করেছেন সৌম্য সরকার