স্পোর্টস ডেস্ক :
০৫ ডিসেম্বর ২০২৪,
রিয়াল মাদ্রিদের হয়ে ফের পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকা বাজে দিনে ম্যাচও হেরেছে গ্যালাকটিকোরা। লা লিগার ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার রাতে সান মামেসে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আলেক্স বেরেনগার গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর সমতা টানেন জুড বেলিংহ্যাম। শেষ দিকে তাদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় বিলবাও। বাঁ দিক থেকে আরেকটি দারুণ ক্রস বাড়ান নিকো উইলিয়ামস, সবাইকে ফাঁকি দিয়ে বল লক্ষ্যেই ছিল। শেষমুহূর্তে ঝাঁপিয়ে কোনোমতে আটকান থিবো কোর্তোয়া; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। ছুটে আসা বেরেনগারের গায়ে লাগার পর বল কোর্তোয়ার শরীরে বাধা পায়, এরপর ছোট্ট টোকায় বাকি কাজ সারেন বেরেনগার।
৬৭তম মিনিটে পর গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েও হতাশ করেন এমবাপ্পে। বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ইউলেন আহিরেসাবালা।
অবশেষে ৭৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় দলটি। এমবাপের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি বল ফাঁকায় পেয়ে শটে জালে পাঠান বেলিংহ্যাম।
কিন্তু তাদের সেই স্বস্তি অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। বক্সের বাইরে ফেদে ভালভের্দের ভুলে বল পেয়ে ভেতরে ঢুকে জোরাল শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড গুরুজেটা।
এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
লিগে টানা তৃতীয় জয়ের পর বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিলবাও। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ১৫ ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ।